নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) বাদ জুম্মা নবীগঞ্জ কদম রসুল দরগা জামে মসজিদে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও বন্দর শাহী মসজিদে রোহানের উদ্যোগে এ দোয়া আয়োজন করা হয়।
নবীগঞ্জ দরগা জামে মসজিদে দোয়ায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর আহমেদ সোহেল,যুবলীগ নেতা জাকির প্রধান,২২নং ওয়ার্ড আ’লীগ নেতা এসএ রানা,মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু।
এছাড়াও শাহী জামে মসজিদে দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা জাতীয় পার্টির প্রয়াত সভাপতি আবুল জাহেরের পুত্র রোহান সরকার,নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, বিএম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি তথা বিশিষ্ট্য ব্যবসায়ী চাঁন মিয়া, হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ প্রমূখ।