অবশেষে নিজের প্রত্যাশিত চাকরী পেয়েছেন অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের বৈষম্যমূলক আচরণ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে গ্রেপ্তার ও কারাভোগ করা নারায়গঞ্জ বন্দরের সেই রায়হান।
পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামে দইনফরমেশন সার্ভিস সেন্টার অফিসার হিসেবে নিয়োগ পেলেন তিনি।
দেশে ফিরে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন রায়হান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।
শরিফুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি বন্দরে নিজ এলাকাতেও সবার কাছে প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত রায়হান। এলাকার সবার বিপদে-আপদে পাশে থাকতেন।
নিজের বই, টাকা দিয়ে সাহায্য করতেন শিক্ষার্থীদের। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। সবার বিপদে পাশে থাকতেন। এখনো সেই কাজটিই করতে চান রায়হান।
নিয়োগপত্র পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় রায়হান কবির বলেন, প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনীতিতে তাদের অর্জন অনেক। তারপরেও তারা প্রায়ই দুর্দশায় পড়েন।
এই প্রবাসীদের জন্য কিছু করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। মালয়েশিয়ায় থেকেও সেটা করেছি। এখনো করবো।