1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিতদের শীতের পোশাক দিল আইএসডি-নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ টাইমস :
  • রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৫৭

পেশাজীবী ও শিক্ষার্থীদের সংগঠন আইএসডি-নারায়ণগঞ্জ প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের নিয়মিত প্রোগ্রাম ‘শীত উৎসব -২০২১” অনুষ্ঠিত করেছে।

রোববার (১০ জানুয়ারি) দিনব্যাপি নারায়ণগঞ্জ ১নং রেলস্টেশন এবং নারায়ণগঞ্জের বন্দর থানার শান্তিনগর আশ্রয়ণ প্রকল্পে প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে উন্নতমানের জ্যাকেট ও হুডি বিতরণ করা হয়।

সুবিধা বঞ্চিতদের সাথে কথা বলে জানা যায় তারা ভাল মানের শীতের পোশাক পেয়ে খুব খুশি।

এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খোরশেদ আলম নোভেল, সিনিয়র সহসভাপতি মোঃ নাহিদ আনসার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান সন্জু, সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ, অর্থ সম্পাদক নাইম হোসেন ফরহাদ সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা ছাড়াও অতিথি ইব্রাহীম খালিদ নাসিম, স্থানীয় ছাত্র প্রতিনিধি।

উল্লেখ্য যে এই সংগঠনটি শিক্ষা ও মানবতার সেবায় ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানটি প্রতি বছর সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে করা হয় বিশেষত বাচ্চাদের নিয়ে।

এবছরও ৭ টি স্থানে প্রায় ১০০০ (এক হাজার) সুবিধাবঞ্চিত বাচ্চা ও মানুষের মাঝে শীতের পোশাক ও কম্বল পৌঁছে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

এর আগে দুটি স্থানে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হয়েছে এবং ১২ তারিখে ৫ম স্থান চিতাশাল, কুতুবপুর, নারায়ণগঞ্জ , ১৩ তারিখ ৬ষ্ঠ স্থান- জালকুড়ি, নারায়ণগঞ্জ এবং ৭ম স্থান- নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় রাতে রাস্তায় ঘুমানো মানুষদের কাছে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হবে।

সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ ,সুমন, আফসার, শাহাদাত, সৈকত, সামিয়া, তাওহিদ, নাজমুল, রাসেল, সাইফুল, ইস্রাফিল, জিসান, মাসুদ, রাসেল, আমিনুল, তুষার, হাফিজুল, প্রভা, প্রমা, মাহী, মিলিসহ অন্যান্যরা।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2018narayanganjtimes
Customized By NewsSmart