সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরানকে গ্রেফতার করা হযেছে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আজিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্সসহ থানার সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই আজিবপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ইমরান(৩৪)কে গ্রেফতার করে। ধৃত ইমরানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার জানান, ধৃত ইমরানের বিরুদ্ধে থানায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় আমি তাকে গ্রেফতার করি।