সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে।
রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় সানারপাড় রওশনআরা ডিগ্রী কলেজের মিলনায়তনে এর উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ।
এসময় প্রশিক্ষক পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচ ইমরান ও প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
৩দিন ব্যাপী এই প্রশিক্ষনে প্রশিক্ষণ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো.আসাদুজ্জামান কাজল, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলিফিকার আলী মানিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের ও সমাপনী দিনে মূলবক্তব্য দিবেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।