সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডে পাইনাদী নতুন মহল্লায় মনছুর আলী মাতবর ২নং রোড এলাকায় গুলবাহার জামে মসজিদের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারী) সকালে মসজিদের জমি দাতা হাজী মোঃ নাজিম উদ্দিন গং এই মসজিদের ভিক্তি প্রস্তর স্থাপন করেন। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক সুধী সমাবেসে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ড এর সফল কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজে সেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনোয়ার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজে সেবক হাজী মোঃ চাঁন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজে সেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ), মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন হোসেন, মোঃ এলাহী নেওয়াজ মোঃ ফজল হক, পিন্সপাল মোঃ দ্বীন ইসলাম, খতিব মোঃ ইমরান হোসেন, খতিব মনির হোসেন সহ অন্যান্য মসজিদের খতিব ও ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।