সিদ্ধিরগঞ্জে এস এস মটরস নামে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা শো-রুমের সাটারের তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এসময় অজ্ঞাত চোরেরা শো-রুমের ভিতর থেকে ১২ পিস অটো রিক্সার ব্যাটারী, মিশুক গাড়ীর ২৭টি চাকা, ১২টি চার্জার, ক্যাশ বক্স থেকে একটি সিম্ফনী এন্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ চার হাজার ৩০ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
গত মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের আউলাবন রংধনু সিনেমার সামনে এ ঘটনাটি ঘটে।
একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া এলাকার গাজী জালাল উদ্দিনের ছেলে উক্ত শো-রুমের মালিক গাজী সুমন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে শো-রুমের মালিক গাজী সুমন জানান, রাতে শো-রুম বন্ধ করে বাসায় চলে যাই। মঙ্গলবার সকালে শো-রুমে এসে তালা খুলতে গিয়ে দেখি তালা কাটা। তখন শো-রুম খুলে দেখি আমার উপরোক্ত মালামাল সহ ক্যাশের টাকা নাই। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।