সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে থানার নাসিক ৪নং ওয়ার্ডে পরিত্যাক্ত তাজ জুট মেইলের গোডাউনের পিছন থেকে পুলিশ এ লাশটি উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
এলাকাবাসী জানায়, গত কয়েক দিন যাবৎ এক ব্যাক্তি এলাকায় এলোমেলো ভাবে চলা ফেরা করতে ছিল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে পরিত্যাক্ত তাজ জুট মেইলের গোডাউনের পিছন উক্ত ব্যক্তির লাশ পরে থাকতে দেখতে পায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, অজ্ঞাত ব্যাক্তির লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে লাশটি একজন পাগলের। লাশের গায়ে কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।