ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করায় ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একই দিনে আনোয়ার হোসেন সাধারণ সস্পাদক শওকত আলীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (১৭ জানুয়ারী) দুপুরে এম সাইফউল্লাহ বাদলের কাশিপুর বাসভবনে আনোয়ার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সহসভাপতি হাকিম চৌধুরী, সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাস্টারকে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আনোয়ান বলেন, এম সাইফউল্লাহ বাদল ও শওকত আলীর নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগকে সক্রীয় করে রেখেছে। তাদের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি পূর্ব থেকে রয়েছে। তাদের নেতৃত্বে নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটিও শক্তিশালী একটি কমিটি উপহার দিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগ আরো গতিশীল হবে।
আনোয়ার হোসেনের সাথে আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির মাদবর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা তুহিন চৌধুরী, আকতার হোসেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।