নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বাংলাদেশে সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন জালকুড়িতেই হবে।
এটা খুব সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামী এক দেড় মাসের মধ্যে। চায়না একটা কোম্পানী পেয়েছে এর কাজ। আমাদের জ্বালানী প্রতিমন্ত্রী নজরুল হামিদ দীপুর নেতৃত্বে এর কাজ চলছে।
মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধনের পরপরই এক বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই ময়লা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, তা আমাদের জাতীয় গ্রীডে গিয়ে যুক্ত হবে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাস ষ্ট্যান্ড থেকে ২নং ঢাকেশ্বরী পর্যন্ত সংযোগ সড়কের ‘মুক্তিযোদ্ধা সড়ক’ নামকরণ, ‘মুক্তিযোদ্ধা সড়ক’ র্কাপেটিংসহ ৩টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এবং ৫’শত ৭০জন শীতার্তকে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উন্নয়ন বিষয়ে মেয়র আইভী বলেন, আমার কাজ হলো মানুষের উন্নয়ন করা। মাননীয় প্রধানমন্ত্রী বিগত ৫ বছরে আমাকে যে পরিমান টাকা অনুদান দিয়েছেন, যদি তা না দিতো তাহলে আমি উন্নয়ন করতে পারতামনা।
আর উনি কখনও আমাকে বলেনাই, ‘তুমি শুধু আওয়ামীলীগের লোকদেরই উন্নয়ন করবা, বিএনপির কোন উন্নয়ন করবেনা’ এমন কথা প্রধানমন্ত্রী কখনও বলেনাই। সমানভাবে উন্নয়ন করতে বলেছেন।
নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ঈস্রাফিল প্রধানে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, জালকুড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম. কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষীত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামলীগের সদস্য বদিউজ্জামান বদু, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া জুলহাস, আয়াত আলী, আব্দুল মতিন, এহসান কবির রমজান, মহিউদ্দিন মোল্লা, রেজাউল করিম কুদরত, আব্দুল মালেক, মজিবুর রহমান সাউদ, বায়েজিদ আহমেদ, সমাজ সেবক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বশির আহমেদ প্রমূখ।