বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ইমামদের কল্যাণে সরকার ইমাম কল্যাণ ট্রাষ্ট গঠন করছে।
ইমামরা হচ্ছেন সমাজের নেতা। ইসলামের অপব্যাখ্যায় যাতে কেউ বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত না হয় সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে ইমামদের।
রবিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার চনপাড়া ২ নম্বর ওয়ার্ড আঞ্জুমান ইসলামিক পাঠাগার মাঠে চনপাড়া ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চনপাড়া ইমাম ঐক্য পরিষদের সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, চনপাড়া ইমাম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান শেখ, আওয়ামীলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সভাপতি আব্দুস সালাম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান বাদল, আব্দুল মালেক, মোহাম্মদ উজ্ঝল মিয়া, মুফতি শরিফুল ইসলাম, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।