করোনাযোদ্ধা হিসেবে ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও নবাগত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এশিয়ান টেলিভিশন এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কামরুল হাসানকে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ সময় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: করোনাকালীন সময়ে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজেশন, মাক্স ও কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সমগ্রী পৌছে দিয়ে মানবিক জনপ্রতিনিধি হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন কামরুল হাসান মেম্বার। এছাড়াও করোনা আক্রান্ত লাশ যখন স্বজনরা ছুঁয়ে দেখার সাহস করেনি তখন কামরুল হাসানের নেতৃত্বে তার টিমের সদস্যরা ওই লাশ পরম মমতায় গোসল থেকে শুরু করে লাশ দাফন সম্পন্ন করেছেন জীবনের মায়া ত্যাগ করে। মানবিক এই জনপ্রতিনিধি মানবসেবার পাশাপাশি এলাকায় সার্বিক উন্নয়নে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার ওয়ার্ডের মানুষের কাছে তিনি অত্যন্ত পরিশ্রমী ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। দলমত নির্বিশেষে সকলের ‘কামরুল মেম্বার’ হয়ে উঠেছেন তিনি।
।