তরুন সঙ্গীত শিল্পী প্রিন্স মামুনের আজ জন্মদিন। ১৯৮০ সালের ২ জানুয়ারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মা এবং ৪ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বর্তমানে স্ত্রী, ২ ছেলে সন্তান নিয়ে সুখেই বসবাস করছেন প্রিন্স ।
ছোটকাল থেকেই গানের প্রতি আগ্রহ তার। স্ট্যাজ শো করেন তখন থেকেই। বড় বোন তৎকালীন পরিচিত সঙ্গীত শিল্পী রুনা’র আগ্রহ থেকেই গানের প্রতি সখ্যতা বাড়ে তার। তালিম নেন ওস্তাদ কামাল আহমেদের কাছে দীর্ঘদিন।
সলো, ডুয়েট, বেশকিছু মিক্সড অ্যালবাম রিলিজ হয়েছে তার। টিভি লাইভ, টিভি শো করছেন বেশ কিছু চ্যানেলে। স্ট্যাজ পারফর্মেন্স করেন নিয়মিত তিনি। গত ঈদে সর্বশেষ ‘খোদা জানে’ শিরোনামে মিউজিক ভিডিও রিলিজ পায় স্টার মিউজিক থেকে তার। আরও ৩টি মিউজিক ভিডিওর কাজ চলছে বলে জানান প্রিন্স।
সঙ্গীত শিল্পী প্রিন্স মামুনের জন্মদিনে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।