জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচী পালন করছে র্যাব-১১ ব্যাটালিয়ান।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম সদর দপ্তরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।
জাতির জনকের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে ৩০জন র্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
র্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক মো: জসীম উদ্দিন চৌধুরি জানান, গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জে র্যাব-১১ ব্যাটালিয়ান বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচি পালন শুরু করে।
এরই মধ্যে সিদ্ধিরগঞ্জে তিনটি এতিমখানায় পাঁচ শতাধিক এতিম শিশুর খাবারের ব্যবস্থাসহ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে।
আগামি ৭ জানুয়ারি এক হাজার দু:স্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপি কর্মসূচি সমাপ্ত হবে।
র্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র্যাব-১১ ব্যাটালিয়ানের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এতে সহায়তা করেছে।
তিনি বলেন, জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেশ গঠনে র্যাব দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
রক্তদান কর্মসূচীর মাধ্যমে র্যাব দেশবাসির সাথে একাত্ব হয়ে মুজিব জন্ম শতবর্ষ উদযাপন করছে।
ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার নিয়ে র্যাব এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।