বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১২ জানুযারি) বিকালে উপজেলার কাঞ্চন ব্রীজ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃতে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা আবু মোঃ মাসুম, সজল মিয়া,নাসিম হোসেন প্রিন্স, মোঃ সোহেল, আরিফ হাসান, রাজু আহমেদ, মেহেদী হাসান রাকিব, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহবায়ক মোঃ সজিব, আঃ রহিম, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শান্ত ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ফয়সাল মিয়া, আকাশ আহমেদ, মাহিম চৌধুরী, সফিকুল ইসলাম, শাহিন আহমেদ, গোলাম সারোয়ার সাজু, তাসিন আহমেদ, তারেক প্রধান, সানজিম হাসান, সাব্বির আহমেদ, ওমর সানি প্রমুখ। বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানান।