নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোবারক হোসেন (৪৫) ও আবদুল করিম মিয়া (৫০) নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করছে পুলিশ। নিহত মোবারক হোসেন উপজেলার মর্তুজাবাদ এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে ও ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং আবদুল করিম মিয়া সোনাব এলাকার আব্দুল রহমানের ছেলে ও ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, বিকেলে নিহত মোবারক হোসেন ও করিম মিয়া একটি মোটর সাইকেলে করে সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনেই কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের লাশ কাচঁপুর হাইওয়ে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।