নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইভোল্টেজের বিদ্যুতের একটি সঞ্চালন লাইনের তার ছিড়ে বসত ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে একই পরিবারের ৪জন নিহত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্য ও পল্লী বিদুৎতের ৪ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানিয়েছেন, বৈদ্যুতিক তার ছিড়ে আগুনে চারজন নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের ঢাকা বিভাগের পরিচালক খালেদা পারভীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে পুলিশ তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদের জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। এবং পৃথক দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) রাত নয়টায় পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর কুমারটেক গ্রামে ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার টিনসেড ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহুর্তেই বসতঘর পুড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এবং হাসপাতালের নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলো- বাড়ির মালিক মাছুম মিয়া, তার স্ত্রী সীমা আক্তার ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তান মোঃ রহমত উল্লাহ ও মোঃ আব্দুল্লাহ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর কুমারটেক গ্রামে।