জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)-১১ ‘র্যাব সেবা সপ্তাহ` উদযাপনে উদ্যোগ নিয়েছে। এ লক্ষে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
র্যাব-১১ জানায়, উক্ত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ জানুয়ারি) র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার ৫টি মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার জামিয়া আবু বক্কর (রাঃ) আল ইসলামিয়া মক্কীনগর মাদ্রাসা, আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা এবং চিটাগাং রোড় এলাকার জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫০০ শতাধিক এতিম শিশুদের মাঝে এতিমখানার শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে খাদ্য বিতরণ করা হয়েছে।
র্যাব আরো জানায়, র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে আগামী ৪ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান, সড়ক ও দ্বীপে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপন কর্মসূচী ও র্যাব সদস্যদের রক্তদান কর্মসূচী, ৭ জানুয়ারি (বৃহষ্পতিবার) শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারি (রবিবার) পাঁচ শতাধিক দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারি (সোমবার) দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হবে।