1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন

মাসকুরার জন্মদিন উদযাপন, শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস :
  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৪১

শুভ জন্মদিন মাহিয়া আক্তার মাসকুরা। আজ ২১ জানুয়ারী মাসকুরার ১০তম জন্মদিন। এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নিজ বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কাটা হয় ও জন্মদিনের গানে মূখরিত হয় পুরো পরিবেশ।

এই অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নেয় এসময় ছোট বোন মাইসা আক্তার মাসু ও চাচাত বোন তানহা মনি। কেক কাটার পর শুভ শুভ শুভ জন্মদিন, মাসকুরার শুভ জন্মদিন প্রতিধ্বনি দিয়ে আনন্দে মেতে উঠে উপস্থিত আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিরা।

পরে মাসকুরা সকলের কাছে আগামী সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে।

এছাড়াও মাহিয়া আক্তার মাসকুরার আব্বু, আম্মু, দাদা-দাদি, নানা-নানি, মামা-মামি, খালামনি, কাকা-কাকি ফুফু-ফুফা‘সহ সকল আত্নীয় স্বজনরাও দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, গত ২০১২ সালের ২১ জানুয়ারী তারিখে জন্ম গ্রহন করে মাহিয়া আক্তার মাসকুরা। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রী।

 

সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার ব্যাবসায়ী ও সামজ সেবক মো. আল মামুন হোসেনের জৈষ্ঠ মেয়ে ও সাংবাদিক তোফাজ্জলের ভাতিজি।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart