নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া সিআই খোলা এলাকায় প্রকাশে মাদক কেনা-বেচা চলছিল। ১৩ জানুয়ারি ‘নারায়ণগঞ্জ টাইমস’ মাদক বিক্রির একটি ভিডিও প্রচার করে। যা অল্প সময়ের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওর সেই মাদক ব্যবসায়ি রতন (২৮) কে পুলিশ আটক করেছে। পুলিশ মাদক বিক্রির ভিডিও ফুটেজ শনাক্ত করে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে তাকে আটক করে। ভিডিওতে তাকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায়। আটক রতন নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এদিকে সিআইখোলা এলাকায় ‘পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে গত ১২ জানুয়ারি হামলা চালিয়ে অফিস ভাংচুর ও নগদ ৮ লাখ টাকা ৭০ হাজার টাকা লুটের অভিযোগ রয়েছে রতনের বিরুদ্ধে। এরআগে ওই দিনই রাকিব নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ জমা হয় সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে। এছাড়া রতনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
ভিডিও লিঙ্ক :https://www.youtube.com/watch?reload=9&v=VLxQdpMPEXQ&feature=youtu.be
এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় রতনের বিরুদ্ধে অভিযোগকারী মো. আব্দুস সালাম (অপু) জানান, তার ছোট ভাই সুলতানসহ কয়েকজন ব্যবসায়ী সমিতির অফিসে থাকাকালীন রতন, রবিন, রানা, আব্দুর রব, রাজু, জাহিদ, আমান, আলী, শান্ত, কাদির সহ প্রায় ২০/২৫ জন হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় রাকিব, হাসান আলী, অলি উল্লাহ, আব্দুস সালাম অপু, হৃদয়সহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় তারা নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা সবাই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় পূর্বে মাদক ও ডাকাতির অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার জানান, ভিডিও ফুটেজের সূত্র ও সিআই খোলা এলাকায় ব্যবসায়ীদের অফিসে ভাঙচুর, হামলা, টাকা লুট ও মারধরের ঘটনায় রতনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।