বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজে) নারায়ণগঞ্জ জেলা শাখা (২০২১-২২) এর নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) শহরের চাষাড়া বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজে) নারায়ণগঞ্জ জেলা শাখা কার্যালয়ের প্রথম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবাগত সভাপতি ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল।
বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজে) নারায়ণগঞ্জ জেলা শাখা’র নবাগত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন জেলা’র সহ-সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, প্রচার সম্পাদক শহীদ হোসেন, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফুর রহমান ও আমির হোসেন।
সভায় সভাপতি হাবিবুর রহমান শ্যামল বলেন, বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজে) নারায়ণগঞ্জ জেলা শাখা কার্যালয়টি স্থায়ীভাবে নির্মাণ করা হবে, যাহা দ্রুত সম্পন্ন করা হবে।
সকল সদস্যদের নিয়ে আমরা একত্রে এক ছাতা তলে সংগঠন পরিচালনা করবো। আমাদের কারো মধ্যে কোন বিরোধ থাকতে দেয়া হবে না।
প্রাথমিক সদস্য (নতুন) নেয়ার সঠিক নিয়ম পালন করে নতুনদের সুযোগ দেয়া হবে। চাঁদা পরিশোধে সকলের স্ব-ইচ্ছা থাকতে হবে।