1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:২৬ অপরাহ্ন

বাসদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস :
  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৬০

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ নারাণয়গঞ্জ জেলার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় পাগলার রসুলপুরে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, বাসদ পাগলা আঞ্চলিক কমিটির সমন্বয়ক এস.এম. কাদির, স্থানীয় বাসদ নেতা মোর্শেদুর রহমান পলাশ, গোলাম রব্বানী ও সমাজসেবক পরিমল চন্দ্র প্রমুখ।

 

নেতৃবৃন্দ বলেন, দেশে আজ প্রবল ফ্যাসিবাদী শাসন চলছে। উন্নয়নের ডামাডোলের নীচে চাপা পড়ছে দরিদ্র অসহায় মানুষের কান্না। একদিকে করোনাকালে ৭০ শতাংশ মানুষের আয় কমেছে।

 

অপরদিকে সাড়ে তিন হাজার নতুন কোটিপতি হয়েছে। করোনাকালে সোয়া লক্ষ কোটি টাকার প্রনোদনা শ্রমজীবী মানুষ পায়নি।

 

দরিদ্র অসহায় মানুষ একদিকে যেমন কর্মহীন হয়ে খাবার সংকটে রয়েছে আবার এই প্রচন্ড শীতে শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে।

 

এক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ পর্যাপ্ত নয়। আমরা আমাদের দলের আয়োজনে সাধ্যানুযায়ী দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

এক্ষেত্রে অসহায় শীতার্ত মানুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart