বন্দর বাজার শ্রী শ্রী দূর্গামন্দির শিশু গনশিক্ষা স্কুল কমিটির আয়োজনে উ’সব মূখর পরিবেশে নতুন বছরে ভিন্ন আমেজ নিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১জানুয়ারী) সকাল ১১টায় বন্দর বাজারস্থ দূর্গামন্দিরে এ উ’সব পালণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমরসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জহির বলেন,বই উ’সব আনন্দের এবং গৌরবের। বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে উচ্ছসিত।
বন্দর বাজার দূর্গামন্দির শিশু গনশিক্ষা স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনটি শুরু হচ্ছে বই উ’সব দিয়ে। এই উ’সব সাফল্য আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই সম্ভব হয়েছে।
পাশাপাশি ১০জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে জাতির পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।
এ সময় দূর্গামন্দির কমিটির সভাপতি বাবু হরিপদ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক দুলাল কর্মকার,স্কুল কমিটির সভাপতি সুনিল বর্মন,সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র দে,সামিউল ইসলাম সোহেল,যুগ্ম সাধারন সম্পাদক অজিৎ বর্মন,দিনেশ বর্মন,চন্দন দাস,পিন্টু বর্মন,স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা চক্রবর্তী প্রমূখ।