আনন্দঘন পরিবেশে বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর মীম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমবায় সমিতির সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোৎ মোয়াজ্জেম হোসেন, দৈনিক মানবকন্ঠ বন্দর প্রতিনিধি নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আমির হোসেন, আমাদের নতুন সময় ও যুগের চিন্তা পত্রিকার বন্দর প্রতিনিধি জি.এম. সুমন, নিউজ নারায়ণগঞ্জ স্টাফ রির্পোটার আরিফ হোসেন কনক, আওয়াজ বিডি প্রতিনিধি জাহিদ, প্রমুুখ।
সাধারণ সভায় সবার সম্মতি ক্রমে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খানকে সভাপতি ও দৈনিক অগ্রবানী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ কবির হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক শীতলক্ষা বন্দর প্রতিনিধি ইমরান মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে সিএনএন বাংলা টিভি বন্দর প্রতিনিধি এস.এম শাহীন, সহ-সভাপতি নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ-সাধারন সম্পাদক নীরবাংলা ব্যবস্থাপনা সম্পাদক শরীফ হাসান চিশতী, সহ-সাংগঠনিক সম্পাদক টেলিগ্রাম ২৪.কম এর বন্দর প্রতিনিধি ডালিম হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিতু র্মোশেদ, প্রচার সম্পাদক পদে ভোরের বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি শাহাজামাল, দপ্তর সম্পাদক পদে নারায়ণগঞ্জ আলো পত্রিকার বন্দর প্রতিনিধি সিপুকে নির্বাচিত করা হয়। এবং নির্বাহী সদস্য পদে বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টু, সরদার মোহাম্মদ আলিম, মোঃ নাসির উদ্দিন, আমির হোসেন, জি.এম. সুমন, আরিফ হোসেন কনক, মাহফুজ জাহিদ, সমাকাল এর ফটোসাংবাদিক মোঃ সজিব, দৈনিক ইয়াদ এর ফটো সাংবাদিক রিপন ও এম নিউজ বিডি ফটো সাংবাদিক কুমকুমকে র্নিবাচিত করা হয়।
বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমবায় সমিতি কমিটি ঘোষনার পর নব- নির্বাচিত সভাপতি মোবারক হোসেন কমল খান এক প্রতিক্রিয়া গনমাধ্যমকে জানায়, এই সংগঠনটি বন্দরে কর্মরত সাংবাদিকদের কল্যানে কাজ করবে। সাংবাদিকদের অপদে বিপদে এই কমিটি ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।