বন্দরে ২ সন্তানের জনক আমির হোসেন (৪৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার বাগদোবাড়ীয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয। নিহত আমির হোসেন ওই এলাকার নূরুল ইসলাম মোল্লার ছেলে।
এ ব্যাপারে নিহতের ছেলে আকাশ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমির হোসেন এর আগে ২টি বিয়ে করলেও ২ জন স্ত্রীই তাকে ডিভোর্স দিয়ে সংসার ত্যাগ করেছেন।
হয়তবা মনের ক্ষোভে নিজ ঘরের বাশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আমির হোসেন আত্মহত্যা কওে থাকতে পারেন।