বন্দরে হৃদয় হোসেন (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী চালিয়ে ১৪০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮০০ টাকা ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করে।
শুক্রবার (১ জানুয়ারী) রাত ৯টায় বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল দরগা মাজারের সামনে রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ফরিদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫(১)২১। ধৃত মাদক ব্যবসায়ী হৃদয় বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার নাসির মিয়া ভাড়াটিয়া ও উক্ত এলাকার সামছুল হোসেন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত হৃদয়কে শনিবার (২ জানুয়ারি) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।