জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতারা।
রোববার দুপুরে শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্ক ও লেকে মহানগর যুবলীগের সেক্রেটারী আহম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে ওই বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, কার্যকারী সদস্য ফায়জুল ইসলাম রুবেল প্রমুখ।
মহানগর যুবলীগের সেক্রেটারী আহম্মদ আলী রেজা উজ্জল বলেন, আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা মহানগর যুবলীগ বঙ্গবন্ধুকে স্মরণ করে রাখার জন্য আমাদের এ বৃক্ষরোপণ। বঙ্গবন্ধুকে অবশ্যই মনে রাখতে হবে।
আমাদের ভবিষ্যত প্রজন্মকে বলবো, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার জন্য। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই মানচিত্র।
এমন মহান নেতার অর্বিভাব আর হবে না। আমরা যে যেই দলই করিনা কেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে আমাদের এ দেশকে গড়তে হবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।