নারায়ণগঞ্জের ফতুল্লায় ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরে অবস্থিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের এই প্রকল্পে নারায়ণগঞ্জের ৭৭টি কেন্দ্রের মধ্যে অন্যতম রাধাগোবিন্দ মন্দির শিক্ষাকেন্দ্র গতকালের অনুষ্ঠানে জেলার প্রতিনিধিত্ব করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জে জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী, মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক দিলীপ কুমার মণ্ডল, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি রঞ্জিত মণ্ডল, ফিল্ড সুপার ভাইজার মো. ইমরান হোসেন, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রদীপ কুমার দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সেবাইত নিখিল চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র দাস, সমাজকল্যাণ সম্পাদক রবি চন্দ্র দাস, সহ সমাজকল্যাণ সম্পাদক রতন চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুনু চন্দ্র দাস, অ্যাপ্যায়ণ সম্পাদক সত্যা চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ যোগেশ চন্দ্র দাস, মন্দির বিষয়ক সম্পাদক অমর চাঁন দাস, জিতেন চন্দ্র দাস, শম্ভু চন্দ্র দাস, শিক্ষক দীপ্তি মণ্ডল, অমিত কুমার মণ্ডল, পীযুষ দাস, দিলীপ চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই, শিক্ষাউপকরণ ছাড়াও বিশেষ অতিথি রঞ্জিত মণ্ডল দুস্থ ৩০ জন শিশুকে নগদ পাঁচশত টাকা করে পনের হাজার প্রদান করেন। এছাড়াও মন্দির কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ ঘোষ ৩০ জন শিশুকে পোশাক দেওয়ার ঘোষণা দেন।