ফতুল্লা থানায় ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আজমীর নামে পুলিশের অস্ত্র চুরির মামলার আসামি ও ছিনতাইকারীকে ছাড়িয়ে আনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন প্রতারক শহিদ।
শুক্রবার (২২ জানুয়রি) দিবাগত রাতে থানার ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন ধরে পুলিশের আইজি, ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয়ে স্থানীয় মহলে প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কর্মকান্ডের জন্ম দিয়ে আর্থিক ফায়দা গ্রহণের পাশাপশি ফতুল্লা রেলস্টেশন আলীগঞ্জ, পিলকুনী, তক্কার মাঠসহ আশপাশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা গ্রহণ করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ।
গ্রেফতারকৃত শহিদ ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেপপুর থানার জয়নাল আবেদীনের ছেলে। সপরিবারে ফতুল্লা থানার রেলস্টেশন চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করেন তিনি।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ডাকাত সর্দার আজমীরসহ তার সহযোগীদের থানায় জিজ্ঞাসাবাদের সময় শহিদ গ্রেফতারকৃত আজমীরের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে ওসির রুমে প্রবেশ করে ছাড়িয়ে নিতে তদবির করেন।
এ সময় শহিদকে পাশের অভর্থ্যনা কে গিয়ে বসার জন্য অনুরোধ করলে সে প্তি হয়ে উপস্থিত ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দেন।
একপর্যায়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনকে উদ্দেশ্য করে বলেন যে, ডিআইজি, আইজির কাছ থেকে আমি যে কোনো কাজ আদায় করে নিয়ে আসি, আর আপনারা তা করলেন না। আমি (শহিদ) খুব মাইন্ড করলাম। আমার নাম শহিদ আমি সবাইকে দেখে নেব। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, আজমীরকে ছাড়িয়ে নিতে এসে শহিদ আমাদের কাজে বাধা প্রদানসহ হুমকি প্রদান করলে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।