সিদ্ধিরগঞ্জে একটি সমিতির অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে পৌনে নয় লাখ টাকা লুটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এসময় মেহেদী ইমরান সিদ্দিকী মামলার বাদি ও আশপাশের লোকজনের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন। শেষে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন।
এদিকে ইতিমধ্যেই মামলার প্রধান আসামী রতন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রতনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রতনকে শুক্রবার (২২ জানুয়ারি) আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে এ মামলা নথিভুক্ত হয়। আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ই জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পূর্বপাড়া সিআই খোলা এলাকায় ‘পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র অফিসে হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামী রতন, মাদক ব্যবসায়ী রবিন, কাদির, রাজু, রানাসহ ৭/৮’জন সন্ত্রী হামলা চালায়।
হামলায় অফিস সহকারী রাকিব গুরুতর আহত হয়। রাকিবকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে ডাক্তার রাকিবের মাথায় ১১টি সেলায় দেয়। হামলায় সমিতি অফিস ভাংচুরসহ নগদ প্রায় পৌনে ৯ লাখ (৮ লাখ ৭০ হাজার) টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার বলেন, এ মামলায় এজহারনামীয় আসামী রতকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সম্প্রতি রতন ও তার বাহিনীর মাদক বিক্রির একটি ভিডিও ফুটেজ নারায়ণগঞ্জ টাইমস নামক অনলাইন পোর্টালে প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তাকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায়।
পুলিশ মাদক বিক্রির ভিডিও ফুটেজ শনাক্ত করে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে। পরে তাকে হামলা, ভাংচুর ও প্রায় পৌনে ৯ লাখ (৮ লাখ ৭০ হাজার) টাকা লুটের ঘটনায় রাতে গ্রেফতার দেখানো হয়।