বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় পথশিশু ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
স্বপ্নছোঁয়া পথশিশু পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধানের পরিচালনায় প্রতিদিনের ন্যায় শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের লঞ্চ ঘাট, রেলস্টেশন, শহিদ মিনারসহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন বলেছেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলাকে রাষ্ট্রের মডেল জেলা হিসাবে গড়ে তোলার লক্ষে জননেতা আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষ থেকে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বপ্নছোঁয়া পথশিশু পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধান বলেছেন, বঙ্গবন্ধুর উত্তম আদর্শে গড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কার্যক্রমে আমরা সহকর্মী হয়ে কাজ করে যেতে চাই।