“মানবতার সেবায় আমরা সবাই ” এই শ্লোগানকে সামনে রেখে আমাদের ফান মেলা গ্রুপের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক মায়াদ্বীপ এলাকায় ১৫০ জন গরিব অসহায় প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত নুনেরটেক এলাকায় সমাজসেবক শুক্কুর আল মাহমুদ, রাসেল সহ ফানমেলা গ্রুপের এডমিন মোঃআমিনুল ইসলাম,মেহেদী হাসান,আহমেদ মাসুম ও মোঃ রিয়াজ উদ্দীন ফেসবুক গ্রুপের অনন্য সদস্যরা।
গ্রুপের সদস্যরা বলেন, বেশ কয়েকদিন আগে ঘুরতে আসি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ জায়গাটির মানুষ গুলোর জীবন ব্যবস্থা চোখে পড়ে । খুব অসহনীয় ভাবে তীব্র শীতে যাদের রাত্রি যাপন । আজ আমাদের ইভেন্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নুনেরটেক মায়াদ্বীপে সম্পন্ন হয়েছে।আগামী বছরে আমরা এর চাইতে বেশি শীতবস্ত্র অসহায়দের মাঝে বিতরণ করবো।ভালোবাসা ও সহানুভূতি র মাধ্যমে আমরা মানবতাকে দৃষ্টান্ত হিসাবে গড়ে তুলতে চাই সমগ্র পৃথিবীতে।