মরণঘাতি করোনাভাইরাসে নতুন বছরের শুরুতে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৩ জন আক্রান্ত হয়েছে। যা এ পর্যন্ত সর্বনিন্ম আক্রান্তের সংখ্যা। আক্রান্ত তিনজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ২ জন ও সদরে ১ জন। এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫০৫ জনে। তবে নতুন করে মৃত্যুর সংখ্যা নাই। মৃত্যুর সংখ্যা ১৫১ জনেই আছে।
এছাড়া মোট সুস্থ্য হয়েছেন ৮ হাজার ১৮৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬৪ হাজার ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৫ জন।
শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ২৩৭ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮২৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪২১ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৬৭৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮১২ ও মারা গেছেন ২৪ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫২৭ জন ও মারা গেছেন ১২ জন ।
আরও পড়ুন :সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, মোয়াজ্জিন গ্রেপ্তার
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।