নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর কমিটিতে সংযুক্ত করা হয়েছে মাসুকুল ইসলাম রাজিবকে। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য পদে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে কমিটির সদস্য সংখ্যা দাড়িয়েছে ৪২।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, গত ২২ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকার বলেন, যারা যোগ্য তারাই কমিটিতে থাকবেন। কোনো সময় কিছু কিছু নেতা অনিচ্ছাকৃতভাবেই বাদ পড়ে যায়। পরে আবার তাদের সংযুক্ত করা নেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিনেই জেলা বিএনপির ৪১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্যসচিব করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, আতাউর রহমান আঙ্গুরসহ অনেক সিনিয়র নেতারা এই কমিটিতে স্থান পাননি।