1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

না,গঞ্জে ১১০ কেজি অবৈধ জাটকা আটক, ৩ জনকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস :
  • শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ১১৬
না,গঞ্জে ১১০ কেজি অবৈধ জাটকা আটক, ৩ জনকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ শহরের ৩নং মাছ ঘাট থেকে ১১০ কাজি অবৈধ জাটকাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ।

 

শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর নৌ-থানা এর ওসি শহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক গ্রেপ্তারকৃতদের নগদ অর্থ জরিমানা করেন।

 

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর আদমপুরের নূরুল হকের ছেলে মিন্টু মিয়া (৩৭), ফরিদপুরের শিবচর এলাকার শামসুল আলমের ছেলে সুমন বেপারী(৩৪), বন্দর সল্পেরচর এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহন মিয়া (৩৫)।

না,গঞ্জে ১১০ কেজি অবৈধ জাটকা আটক, ৩ জনকে অর্থদণ্ড

 

নাহিদা বারিক অবৈধ এ জাটকা উদ্ধারের ঘটনায় ৩জনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। আর উদ্ধারকৃত জাটকা মাছ একাধিক মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

 

 

উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড হাসান বিন মোঃ আলী, মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর নৌ-থানা পুলিশের এসআই মোঃ ইউনুস মুন্সি, এএসআই মোঃ জহিরুল ইসলাম, কনস্টেবল মোঃ আলিম, মোঃ সাফাত ও মজনু মিয়া প্রমুখ।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart