না’গঞ্জে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এশিয়ান টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব’র উদ্যোগে সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্ব ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংষদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ গণমাধ্যমের কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সালমা ওসমান লিপি এশিয়ান টিভির নবম বর্ষে পদার্পন উপলক্ষে এশিয়ান টিভিকে শুভেচ্ছা ও আন্তরিক শুভ কামনা জানিয়ে বলেন, একজন সাংবাদিক কিভাবে খবর তৈরী করে সেটা বড় কথা নয়, তারা খবরটি কিভাবে উপস্থাপন করলো তাই আমাদের কাছে এবং সাধারণ মানুষের কাছে মূখ্য বিষয়।
আমাদেরকে উৎসাহ দেয়ার ক্ষমতা এবং আমাদেরকে জনগণের কাছে পৌছিয়ে দেয়ার ক্ষমতা মিডিয়ার রয়েছে। আমার মিডিয়ার উপর ভরসা করি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এশিয়ান টিভির ৮ বছর পূর্তিকে অন্যতম এক সাফল্য উল্লেখ করে বলেন, আমি জেনেছি করোনা মহামারির সময় এশিয়ান টিভি নারায়ণগঞ্জের হয়ে অনেক ভূমিকা রেখেছেন এবং পজেটিভ সংবাদ প্রকাশ করেছেন।
আগামী দিনেও এই টিভি চ্যানেলটি বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এবং বঙ্গবন্ধুর লালায়িত স্বপ্ন বাস্তবায়িত করার পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।