নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতা এডভোকেট জাকির হোসেনের একটি বক্তব্যের জাবাবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, জাকির সাহেব নাকি বলেন হাত-পা ভেঙে দিবেন? আসলে আপনাদের কপাল ভালো। খোকন সাহা আপনাদের নাম বলেছে! বোমা হামলার পর, এত কিছুর পরও যদি আপনারা এসে এই ভদ্র পরিবেশে বলেন, আপনার কি করতে পারবেন, না করতে পারবেন সেটি পরের বিষয়। আমাদের কি ভুল এসে বলেন। কিন্তু এখন যদি এই বয়সে এসে বলেন, হাত-পা ভেঙে দেবেন, তাহলে আমরা কি সবাই শামীম ওসমান-খোকন সাহা-বাদল! তা তো নয়, আমাদেরও ছটা বেজ নিচের কর্মীরা আছে, তারা যদি বলে দেখি তো হাতটা একটু ভাঙি! এমন কিছু করবেন না, যাতে আমাদের অতীতের কথা মনে পড়ে যায়।
তিনি বলেন, হাত-পা ভাঙার চেষ্টা কইরেন না, এর জবাব আছে আর ধৈয্যেরও একটা সীমা আছে। বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দেন! আমরা অনেকের মতো পলিটিক্স করিনা, আওয়ামী লীগের নাম বেইচা পদ ধইরা খাই না। রাতের বেলায় জামায়াত ইসলামের সাথে সম্পর্ক রাখবো, দিনের বেলায় আওয়ামী লীগের নাম বেইচা খামু ওমন পলিটিক্স করিনা। রাজনীতি করতে আসছি, প্রকাশ্য রাজনীতির ছেড়ে দেয়ার কথা বলেছি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, বিএনপি বলেছিলো রাস্তায় লাশ পড়বে সেটি হয়নি। এরপর বললো ভ্যাকসিন আসবেনা। যেখানে মানুষের জীবন-মরণ সমস্যা সেখানে রাজনীতি করা চলেনা। বিএনপির সে কথাও টিকলোনা। ভ্যাকসিন এসেছে।
তিনি আরও বলেন, খোকন সাহা আইসিটি অ্যাক্টে মামলা খায়, কপাল ভালো অনেকের! কিয়ের ল্যাইগ্যা জানি আমরা অনেক ধৈর্য্যশীল হইয়া গেছি! কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না! নারায়ণগঞ্জে অনেকগুলো উন্নয়নকাজের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে সব বড় কাজ হয়ে গেছে, স্পেশাল হার্ট সেন্টার করার প্রস্তাবও করা হয়েছে। নারায়ণগঞ্জের কিছু লোক আছে; আমাদের ভেতরেও আছে, আবার বাইরেও আছে, এরা গিয়ে কাজগুলো আটঁকায়ে দেয়। অন্য জেলায় সবাই মিলে গিয়ে কাজ করার জন্য দৌঁড়ায় আমাদের এখানে একটা শ্রেণি আছে গিয়ে কাজ আঁটকায়ে দেয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জের আহবায়ক এড.এম রশীদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রউফসহ আওয়ামী পন্থীআইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকরী আওয়ামীলীগ সমর্থিত মহসিন-মাহাবুব প্যানেলের প্রার্থীরা।