রাজধানীর ডেমরায় ভেকু মেশিনের (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে ৩৫ বছরের অজ্ঞাত এক পথচারী নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকালে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বামৈল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই নারীর মাথা থেতলে গিয়ে সব মগজ বের হয়ে যায়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ওই দিন বিকালেই মাথাগলিত লাশ উদ্ধার করে।
পরবর্তীতে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই ভেকু মেশিনসহ চালক মো. আবুল কাশেমকে (৪৮) আটক করে ডেমরা থানায় নিয়ে যায়। আবুল কাশেম হবিগঞ্জের সদর থানারসনাবই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল বলেন, ডেমরা-যাত্রবাড়ী সড়কের ৬ লেন উন্নয়ন কাজে নিয়োজিত ওই ভেকুটি রোববার বিকালে বামৈল এলাকায় পাইলিংয়ের কাজ করছিল।
এ সময় অসাবধানতাবশত অজ্ঞাত ওই মহিলা ভেকুর নিচে চাপা পড়ে মারা যায়। তবে মৃত ওই মহিলা বামৈল এলাকায় অজ্ঞাত পথচারী হিসেবে ঘোরাফেরা করতেন বলে জানা গেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।