রাজধানীর ডেমরায় মো. রাজন (৩০) ও তার বন্ধু মেহেদী ঢালী (৩০) নামে দুই ব্যবসয়ীকে ছুরিকাঘাতের আলোচিত ঘটনার দায়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শফিকুল ঢালী (৩৩)।
শনিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার রাতে ডেমরার শুকুরশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ঢালী ওই এলাকার ছালাম ঢালীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী রাজনের ভাই মো. জাহাঙ্গীর আলম আদালতের নির্দেশে গত ১৪ জানুয়ারী ডেমরা থানায় অভিযুক্ত ৭ জনকে আসামি করে একটি পিটিশন মামলা করেন।
মামলার আসামিরা হলেন- ডেমরার শুকুরশী ঢালী পাড়ার মৃত আমান উল্লাহর ছেলে জুবু আলম (৩২), তার বড় ভাই মো. নুর আলম ওরফে নূরা (৩৫), শাহ আলম (৩৭) ও তার মা সাজেদা বেগম (৪৮), ওই এলাকার আবুল মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন রনি (৩৭), ছালাম ঢালীর ছেলে শফিকুল ঢালী (৩৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও থানাধীন গঙ্গাপুর চউরাপাড়া গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মো. ফাহিম মিয়া (২২)।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, রাজনের কাছে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ওই সন্ত্রাসীরা গত ১ জানুয়ারী শুক্রবার দুপুরে শুকুরশী ঢালীপাড়া জামে মসজিদের সামনে রাজন ও তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে।
এতে রাজনের ডান পায়ের উড়ুতে ও মাথায় মারাত্মক জখম হয়। এদিকে ছুরিকাঘাতে মেহেদীর নাড়িভুঁড়ি বের হয়ে ঘাড়ের একটি রগ কেটে গেছে। পাশাপাশি রড ও স্লাইডিং রেঞ্জ দিয়ে এলোপাথারীভাবে আহত করা হয় তাদের।