নারায়ণগঞ্জ সদরে ১২০০ কেজি জাটকা মাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে শীতলক্ষা থেকে আটক করা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক আটককৃত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন।
ভিডিও লিঙ্ক :https://fb.watch/3ilW4_bbSF/
ইউএনও বলেন, জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে.মি.) অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ। এসময় কেউ ঝাটকাসহ আটক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।