নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই এর ৭৪তম জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে জম্মদিন উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ), সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাছান রবিন প্রমুখ।