নারায়ণগঞ্জের চাষাড়া রেলষ্টেশনে রেলওয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মুস্তাকিন নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মেশিনে রড কাটার কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন(২৩) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দেওপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। চাষাড়ায় রেলের ডাবল লাইনের প্রকল্পের চায়না কোম্পানির অধিনে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোহাম্মদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে বর্তমানে আমাদের হেফাজতে রাখা রয়েছে। চায়না কোম্পানী কর্তৃপক্ষের ও নিহতের স্বজনদের মধ্যে আলোচনা শেষে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী লাশ হস্তান্তর করা হবে। তবে, ইতমধ্যে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আর নিহতের পরিবার যদি চায়, তাহলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।