নারায়ণগঞ্জে তিন তলা ভবনের ছাদ থেকে পরে ৮ মাসের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার খালা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের নতুন সৈয়দপুর এলাকায় । নিহত আট মাসের শিশুটি নতুন সৈয়দপুরের রুহুল আমিনের কণ্যা মারুয়া আক্তার। আহত শিশুটির খালা মীম (১৪)।
নারায়ণগঞ্জ সদর থানার উপ পরির্দশক তহিরুজ্জামান জানান, বোনের বাসায় বেড়াতে এসেছিলো শিশুটির খালা। বিকেলে আট মাসের ওই শিশুকে তিন তলা ভবনের ছাঁদে নিয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে আদর করছিলো। হঠাৎ দেয়াল ভেঙে ছাঁদ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিসৎক শিশুটিকে মৃত ঘোষনা করে। আহত শিশুটির খালা বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।