ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে। আর অসুস্থ্য গিয়াস উদ্দিনের সুস্থ্যতা কামনায় কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ জানুয়ারী) বাদ জুম্মা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের উদ্দ্যেগে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ্য হয়। তাকে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করান। কিন্তু হঠাৎ করে সে গুরুতর অসুস্থ্য হলে তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেন, কাশিপুর উত্তর নরসিংপুর এলাকার আলহাজ্ব গিয়াস উদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে।
তার সুস্থতা কামনায় কাশিপুরে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। গিয়াস উদ্দিন সাহেবের জন্য দোয়া করতে ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীদের প্রতি আহবান করা হয়। আল্লাহ যেন গিয়াস উদ্দিনকে দ্রুত সুস্থ্য করে তোলেন তিনি সেই প্রার্থনা করেন।