বাঞ্ছারামপুরসহ বিভিন্ন এলাকা থেকে দ্রুত সময় ঢাকায় যাতায়াতে পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা হয়ে চলাচল করছেন প্রতিদিন হাজারো মানুষ।
উপজেলাস্থ বিশনন্দী ফেরি পার হয়ে স্বল্প সময়ের মধ্যে মানুষ ঢাকাসহ দিশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছেন।
এতে ক্রমেই এ সড়কে যানবাহনের চাপ বাড়ছে। কিন্ত প্রতিদিন অতিরিক্ত গাড়ীর চাপে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় রামচন্দ্রী এলাকায় হাঁড়িধোয়া নদের ওপর বেইলি সেতু।
গাড়ী পারাপার হওয়ার সময় বিকট শব্দ হয়ে কেঁপে উঠছে এটি। এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দিচ্ছে। এরই মধ্যে সেতুর কয়েকটি অংশের প্লাটন ডেবে গেছে।
আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময় ধসে পড়তে পারে। এছাড়ও এটি সরু হওয়ায় প্রতিদিন র্দীঘ যানজট লেগে থাকছে। এতে ঘন্টারপর ঘন্টা ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখী মানুষ।
একই অবস্থা আড়াইহাজার পৌরসভা এলাকায় জনস্বার্থ প্রকৌশলের কার্যালয় সংলগ্ন বেইলি ব্রিজটি। এটিও অতিরিক্ত গাড়ীর চাপে নড়বড়ে অবস্থা। সরু হওয়ায় প্রায় সময় র্দীঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতু দুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা গেছে, আড়াইহাজার উপজেলা হয়ে বাঞ্ছারামপুরসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন যানবাহনে যাতায়ত করছেন। গাড়ীগুলো রামচন্দ্রী এলাকায় বেইলি ব্রিজ পারপার হওয়ার বিকট শব্দ হচ্ছে।
এতে যাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে আতংক। চালকরা জানান, র্দীঘদিনের পুরোনো সেতুটি গাড়ীর অতিরিক্ত চাপে ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গাড়ী পারপারের সময়ে সেতু কাঁপছে। এতে গাড়ী চলাচল করতে ভয় হচ্ছে। যাত্রীদের মধ্যেও দেখা দেয় আতংক। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মেঘনা নদীতে ফেরি পার হয়ে আড়াইহাজার উপজেলা হয়ে বাঞ্ছারামপুরসহ বিভিন্ন এলাকার হাজারো লোকজন যাতায়ত করছেন। এতে গাড়ীর অতিরিক্ত চাপ পড়েছে।
এর ফলে আড়াইহাজার পৌরসভা এলাকা ও রামচন্দ্রী এলাকায় সেতু দুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও সেতু দুটি সরু হওয়ায় প্রতিদিন গাড়ীর র্দীঘ যানজট লেগে থাকছে।
তবে মাঝে মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু মেরামত করে দিচ্ছে। এতে কাজের কিছুই হচ্ছে না। সড়ক ও জনপদ (সওজ)-এর প্রকৌশলী অলিউর রহমান বলেন, জনদর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতু দুটির কাজ ধরা হবে।