নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, মানুষকে ভালবাসলেই আল্লাহকে পাওয়া যায়, জেলা পরিষদের গুরুদায়িত্ব পালন করছি একমাত্র মানুষের কল্যানে কাজ করার জন্য।
আজ রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারনা তৈরি হয়েছে কারন আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন নেতারা মেধা সম্পন্ন ছাত্র খুঁজে বের করত। আজ কিছু নেতারা ভালো ক্যাডার, সন্ত্রাসী খুঁজে তাহলে ভালো নেতা কোথায় তৈরি হবে এবার আপনারই বুঝেন।
সেব দ্যা ফিউচার ফাউন্ডেশনের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় নারায়নগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রকল্প সমন্বয় পরিষদ সভাপতি মো, শামসুজ্জামান ভাসানী, নারায়নগঞ্জ জেলা রোভার স্কাউটস কমিশনার এস এম আরিফ মিহির। নারায়নগঞ্জ জেলা এডাব সভাপতি প্রদীপ কুমার দাশ, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ সভাপতি রনজিৎ মন্ডল।
এ সময় আনোয়ার হোসেন আরো বলেন, এসসবের মাঝেও আজ মানবতার স্পর্শে দূর হউক অন্ধকার আপনাদের স্লোগান আমার খুব ভালো লেগেছে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন আশা করছি ভালো কাজ করে নারায়ণগঞ্জের মানুষের আস্থাভাজন হবে। ভয় পেতে হবে আল্লাহ কে করোনা কে নয়, আল্লাহ আপনার আমার কপালে যা লিখেছেন তা হবেই পৃথিবীর কোন শক্তিই তা বিনষ্ঠ করতে পারবেনা।