সিদ্ধিরগঞ্জে কাস্সাফ শপিং সেন্টারের ফোর্থ ফ্লোর (৫ম তলা) স্বপ্নের ভুবন লেবের-২ এর নতুন ভবনের দোকান পজিশন সাব-কবলা দলিল দ্বারা বিক্রি উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় মার্কেট প্রাঙ্গণে ।
মার্কেটের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ও কাসসাফ গ্রুপ অব কোম্পানীজ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, বলেন, আধুনিক ডিজাইনের ক্ষেত্রে এই মার্কেট বহু যুগ যুগ ধরে নতুনত্ব নিয়ে দাড়িয়ে থাকবে।
সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কখনোই কোন কার্পন্য করবোনা। এই ভবন রাজউক অনুমোদিত। এই ভবনে আমরা নিজস্ব বিদ্যুতের নিজস্ব সাবষ্টেশন এবং জেনারেটর স্থাপন করবো।
সার্বিকভাবে ঢাকার প্রবেশ পথে পূর্বাঞ্জল থেকে যাওয়ার পথে কেউ যাতে বলতে না পারে যে, ঢাকার বিভিন্ন আধুনিক মার্কেট থেকে আমাদের মার্কেট পিছিয়ে আছে। মানুষ যাতে এটা ফিল করে যে, কাসসাফ টাওয়ার থেকে ঢাকার আধুনিকতা শুরু। দিন দিন এখানের মার্কেটের মূল্য এবং ক্রেতা সমাগম বৃদ্ধি পাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাসসাফ গ্রুপ অব কোম্পানীজ’র পরিচালক (প্রাশাসন) আলহাজ¦ মুহাম্মদ ফজলুল হক, কাসসাফ শপিং সেন্টারের ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, কাসসাফ শপিং সেন্টার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ ফজলে খোদা সোহেল, কাসসাফ শপিং সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রব, ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, দৈনিক অগ্রবাণী’র সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী স্বপন, যুগান্তরের সাংবাদিক এ হাই মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, কাসসাফ শপিং সেন্টারের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহফুজুর রহমান সহ মার্কেটের ব্যবসায়ীরা।