1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:০৮ অপরাহ্ন

কাজল আমার সাথে ছাত্রদল করতো, বিএনপি করতো : এড. হুমায়ুন

নারায়ণগঞ্জ টাইমস :
  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৫৪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির ২০২১-২২ নির্বাচনে জাতীয়দাবাদি আইনজীবি ঐক্য পরিষদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এড. সরকার হুমায়ন কবির বলেছেন, হামলার জন্য দায়ী আমার বন্ধু কাজল।

সেও একসময় আমার বন্ধু ছিলো। সেও আমার সাথে বিএনপি করতো, ছাত্রদল করতো। আজকে আওয়ামী লীগে যোগদান করে সন্ত্রাসী হয়ে বিএনপিকে পরাজিত করার জন্য বহিরাগতদের নিয়ে হামলা দেয় অস্ত্র নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিএনপিপন্থি আইনজীবিদের এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে এ সব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. মো. জাকির হোসেন, এড.আব্দুল হামিদ ভাসানী, এড.সরকার হুমায়ন কবির, এড. কামাল হোসেন, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. নবী হোসেন, এড. রেজাউল করিম রেজা, এড. নুরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, এড. আনোয়ার প্রধান, এড. আলম খান, এড. ফজলুল রহমান ফাহিম, এড. মানিক মিয়া, আনোয়ারুল আলম রিপন, এড. মোহসীন মিয়া, এড. গোলাম সারোয়ার, এড. আসমা হেলেন বিথি প্রমূখ।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart