নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি ধন্যবাদ জানাই বিএনপির প্রার্থীদেরকে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন জয় লাভ করার জন্য। যখন দুই দল খেলা খেলে তখনই খেলাটা সুন্দর হয়। বিকেলে ভোট শেষ হওয়ার পর একটা মৃদু উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এইটুকু উত্তেজনা না হলে সাংবাদিকেরা আবার কিছু পায় না। তাদের তো কিছু দেয়া উচিত। আমরা ওইটুকু উত্তেজনা সাংবাদিকদের জন্য উৎসর্গ করলাম। নারায়ণগঞ্জের সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১২ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহাবুবের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পূর্ণ জয় পাবার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ভেবেছিলাম খুব হার্ড কনটেস্ট হবে এবং কিছু কিছু পদে সমান সমান কিংবা দুই চারটা ভোটের ব্যাবধান থাকবে। কিন্তু এত ব্যাবধান হবে আমি ভাবিনি।
আজকে এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি কিছুক্ষণ আগেই আমাদের আশার প্রতীক আমাদের নেত্রীকে মেসেজ পাঠাতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নারায়ণগঞ্জে আপনার প্যানেলে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ১৭টি আসনে অতীতের সকল রেকর্ড ভেঙে প্রত্যেকটা আসনে আমাদের সকল প্রার্থী জয়লাভ করতে পেরেছে।
তিনি বলেন, বার এবং সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। নারায়ণগঞ্জে চিকিৎসা ব্যাবস্থার উন্নতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনাদের সহযোগিতার প্রয়োজন। মানুষ যখন অসহায় হয় তখন বিচারকের কাছে আসে।
আমি বিএনপির আইনজীবীদেরসহ সবাইকে অনুরোধ করবো নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক, জমিদখলদারদের বিরুদ্ধে এবং যে কোন অবিচার থেকে মানুষকে রক্ষা করতে সকল আইনজীবী ও সংবাদিকরা ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২০-২১) এ আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহাবুবের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মোহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে মাহাবুব, সিনিয়র সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া। সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম বিজয়ীরা হয়েছেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৪ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সোনারগাঁও আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামছুল ইসলাম ভুইয়া।
এর আগে ২০২০ সালের নির্বাচনেও মোহসীন-মাহাবুব পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিলেন।