আড়াইহাজারে একটি গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল নৈশ পহরীর হাত-পা বেধেঁ খামার থেকে ১৪টি গরু নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে আক্তারুজ্জামানের মালিকানাধীন খামারে।
খামার মালিক আক্তারুজ্জামান জানান, রাত ২টার দিকে তার খামারে ১৫/২০ জনের একদল ডাকাত ট্রাক যোগে এসে নৈশপ্রহরী আবুল হোসেনকে হাত-পা বেঁধে ১৪টি গরু নিয়ে যায়। এর মধ্যে ১২টি দুধেল গাভী ও ২টি বাছুর।
তিনি আরো জানান, গরু গুলোর দাম আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকা হতে পারে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনিয়ে নেওয়া গরু গুলো উদ্ধারের চেস্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল পর্যন্ত পুলিশ একটি গরুও উদ্ধার করতে পারেনি। এবং কেউ গ্রেপ্তার নেই।